কুকুর ডাকে,মানুষ ঘুমায়,
পাঁড়াগুলো সব ক্লান্ত,জুড়ায়।
দিনের ধকল, রাত্রি পোহায়
নিরবতা, বিচ্ছিন্নতায়।


অচনা রাত্রি, আলোর অপেক্ষায়
তারকাদের জঞ্জালে, নিজেকে হারায়।
আয়নাহীনের জালিয়াতি দেখায়
সস্তা সাদা কাগজের পাতায়।


মোহ-মোহান্তে নগ্ন কীটের চলনশব্দে
বিষিয়ে তুলছে নাগরিক জীবন।
বিকারগ্রস্ত  তিপ্পান্ন গলিগুলো
স্তব্ধ আজ-
সারমেয়দের অবারিত পদচারনায়।


ছদ্মবেশী, স্বার্থান্বেষী,
সুযোগসন্ধানীর কূটচালে- ধৃত মৃত রাষ্ট্র!  
দিন পেরিয়ে রাত্রির ছলে
নির্লিপ্ত বদনে, দীর্ঘশ্বাসের আড়ালে।


রয়ে যায় চাপা আর্তচিৎকার
হীন শত সভ্যতার।
মানবের ঠাঁই হয় মৃত্তিকায়
রুপান্তরের অমোঘ চক্রাকায়।