"ওহে! কেউ বাড়ি আছেন?
কেউ কি বাড়ি আছেন?"
"কে?কি চাই?"
"আজ্ঞে... আমি কিছু চাই না।"
"তবে?"
"আমি একজন অতিথি। আমি কিছুদিন থাকব।"
"কোথায় থাকবে তুমি?"
"আপনাদের সাথেই থাকব। "
"তা কতদিন থাকা হবে শুনি?"
"বেশী দিন না। মাত্র অল্প কিছু দিন।"
"এর পর অন্যত্র যাব।সেথায় থাকব।
এর পর নিয়ে যাব।"
"নেবে মানে! কি নেবে?"
"এই ত, যা থাকবে তাই নেব।"
"কি যা তা বলছ এসব! কি থাকবে আবার?"
"এই যে যা এত দিন সাথে ছিল। "
"কি ছিল? কে তুমি?"
"আমি একজন  পরিব্রাজক।
আমি আপনাদের সবাইকে নিতে এসেছি।"
"আমাদের কোথায় নেবে তুমি?"
"দূর গাঁয়ে, যেথায় ধূসর আকাশ, নিকষকালো মৃত্তিকা। "
"কোথায় তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন?"
"আমি যে নিরাকার, অদৃশ্য।আমি অতি ক্ষুদ্র।
কিন্ত শক্তিধর। "


অতঃপর একটি প্রাণ হীন দেহ পড়ে রইলো ||