কতটুকু অপদ্রব্য না মেশালে
স্বর্ণকে 'নিখাদ' বলা যায় তার সীমারেখা থাকা
উচিত।
নয়ত-
স্বর্ণগুলো হারিয়ে যাবে
জীবন গুলো প্রাণচাঞ্চল্য হারাবে
মন খারাপের মিছিলে।
নিজেকে পরীক্ষার জন্য যে অগ্নি প্রস্তুত
করা হবে, ওতেই চিরবিলীন হবে।
এক একটি সম্ভাবনার মৃত্যু ঘটবে।
আত্ম-শুদ্ধিও হবে বৈকি!