যেমন চলছে চলুক গোটা দেশ,
খাদের কিনারে বসে ভাবি বেশ।
ছাত্র, গুরু সব অর্থের কাছে পরাস্ত,
সততার অর্ক সেই কবে গিয়েছে অস্ত!


বাহু প্রসারিত, অবারিত ধানক্ষেত সম্মুখে,
কিচকের হাসি নাই, পাশে নাই কেউ সুখে-দুখে।
ঝুলছে ভাগ্য হাতে, নিজেই নিজের সাথে,
ছলনাগুলো হারিয়ে গেছে, কল্পনায় মালা গেঁথে।


ডাক্তারবাবুর দল, সাহেবী পালোয়ান সব
উপত্যকায় বসে জ্বালিয়ে আগুন,
নিচে দেখে ছিন্নমূলের দল
কুড়োয় বকুল ফুল!


কিস্তির মাল্লা খিস্তি মারে,
মেতে ওঠে অব্যক্ত গপ-শপে।
নকল ধরে সব আকাশে ওড়ে,
পিপীলিকার দল মোড়ে মোড়ে।


মধুর স্বাদ না ভুলতে পারে- চাটুকারের দল;
অকারনে হাত বদল, মন বদল!
স্বার্থান্বেষী মহল সততার ঝান্ডা উড়ায়
সত্যান্বেষীর চক্ষু জুড়ায়।


চূড়ায় বিজয় চূড়ান্ত,
অর্ধেক দিকভ্রান্ত!
প্রারম্ভেই রণক্লান্ত,
হারিয়ে সব -সর্বশান্ত!