বিষের ছোট্ট পেয়ালা
মেঝেতে পড়ে আছে।
পাশেই মৃত মানুষের বিষ্ফোড়িত চক্ষু
একদৃষ্টিতে তাকিয়ে দেখছে,
মৃত্যুর কোলাহল!
দলে দলে ভীড়েছে
মরণের কিস্তি ঘাটে।
দল বেঁধে নিয়ে যাচ্ছে- কারা ওরা?
কালো কাপড় পরা মাল্লারা
নিশ্চুপ দাঁড়িয়ে।
নিমিষেই চোখের আড়ালে
কুয়াশার চাদরে অদৃশ্য সব
সারি দীর্ঘ হতে দীর্ঘতর
জাতক থেকে প্রৌঢ় সব -
স্তব্ধ মানুষের মিছিলের।