ভেস্তে গেল, ভেস্তে গেল
পূন্যগুলো শুন্যে খেলো।
রাজপ্রহরীর নিদ্রা গেল!
ভেস্তে গেল, ভেস্তে গেল!
উদ্যান,মরু, ধু-ধু বালুচর
সব গেল রে, ভেস্তে গেল!
ভেস্তে গেল,সব ভেস্তে গেল!
কপটচারী আশ্রয় চেলো
নিভৃতচারী খিস্তি দিল।
ভেস্তে গেল রে, ভেস্তে গেল!
পাহাড়ঘেরা বুনো আঁধার -
গেল রে গেল, ভেস্তে গেল।
অট্ট হাসির বিক্ষিপ্ত বানে
জর্জরিত হল, গেল গেল
ভেস্তে গেল সব,ভেস্তে গেল!
রঙ পাল্টালো, ভেল পাল্টালো
গিরগিটির কংকাল পড়ে রইলো
উত্তপ্ত বালুচরে তাই,
ভেস্তে গেল,আজ সব ভেস্তে গেল!
প্রাণ হারানো উর্বরা ভূমি
জলের আশায় সর্বত্যাগী
জরাগ্রস্থ, উপযাচক হল
নিঃশেষ হল, ভেস্তে গেল!
সব আজ ভেস্তে গেল!
সৃজিত চির সুন্দর নিসর্গ রাজ কালিমা পেল
ডানা পুড়ে ছাই, অকালেই তার সব ভস্মীভূত!
উদক নিদ্রিত,উত্তপ্ত, অকাল বর্ষণ নয়ত তীব্র
শৈত্য -খরায় জর্জরিত।
বসুধা প্রাণ ভিক্ষায় রত।
ভেস্তে গেল, সব ভেস্তে গেল!