গহীন গাঁয়ে, রাত বিরাতে, ডেকে উঠল পেঁচা,
আমার ভয়ে গা ছিম ছিম, ঘরে বসে একা।
খিড়কি ভেজা, ঘুটঘুটে বাহির,গুটিশুটি মেরে,
অন্তর ভয়ে, অজানাকে চিন্তে করে ফেরে।
দমকা হাওয়া,প্রদীপ করে নিভু নিভু,
বুকের মধ্যি ধড়াশ,ধড়াশ- ওষ্ঠাগত বায়ু।
মনে হল এই যে কেহ, দিচ্ছে আমায় ডাক,
কই? কেউ না ত,হয়ত মনের ফাঁক।
হঠাৎ শব্দ করে কে? টুং টাং আওয়াজ,
এরই মাঝে পড়ল যেন বিরাট জোরে বাজ।
সারা গায়ে শিহরণ উঠল জেগে আবার,
কেউ কি আছে আমার ঘরে, হয়ে নিরাকার?
জানালার পাশে আমি, বন্ধ দু'চোখ আমার,
তবেই কি আজি হচ্ছে,আমার প্রাণ সংহার।
এসব ভাবতে ভাবতে আমি হারালাম হিতাহিত,
সূর্য ওটার সাথে সাথেই, ভুললাম অতীত।
গত রাতে বসে আমি একা এই ছোট্ট ঘরে,
বনের বাঘে না রে, মনেরটাই যে ধরে।