এবার তাহলে চলি
অনেক হয়েছে সময়
সারাটি জীবন ভরি
আপন করিতে কাঁদিছে
হৃদয় অনন্ত বিভাবরী।


দিন শেষে ঐ গোধুলি বেলায়
মায়ামৃগ আলো আবির ছড়ায়,
তেমনি আজ অবেলায়
ছলছল ঐ নয়নের আলো
বিদায় ব্যাথায় বহ্নি জ্বালালো।
বেলা শেষে কেবলই মনে হয়
আর কখনও যদি না পাই তোমায়;
অনেক কথায় চেয়ছি বলি বলি
হয়নি তোমার শোনার সময়
কেন তাহলে আজ অবেলায়
ব্যাথাতুর নয়নে জল উছলায়।


সময় বড় নিঠুর কঠিন
জগৎ মাঝে তার চেয়ে
বুঝি কঠিন না আর কিছু আছে,
ওরে নাই দেরী আর নাই দেরী
শুনতে পাও কি বিদায়ের ভৈরবী!
অমিয় বণী সোহাগে টানি
আঁকড়ে ধরিছে হেথায় মানি
তবু যে চলে যেতে হবে জানি।
তুমি ঘুমায়ে থাক অনিমেষ নয়নে
জাগিবে যখন হঠাৎ স্বপনে
চাহিবে তখন বাতায়ন পানে
হা-হুতাশ জাগিবে প্রাণমনে।


অনেক তো হলো
এবার তাহলে চলি,
যে কথা আজও বলি বলি
করে হলোনা বলা,
তা যাই আজি হৃদয়ে দলি
অনেক ছিল তোমার অভিমান
সেগুলো আজ হোক অবসান;
আজ যাহা হলোনা বলা
তাহে না হয় আর জনমে বলিব
এবার তাহলে চলি।