অসীম কাহার এমন সাধন
শিথিল করে সকল বাঁধন
মানে না কারো নিষেধ বারন
যাহার হাতেই জীবন-মরণ
তিনিই হলেন আত্ম-স্বজন।


ভেবে বল আর হবে কি এখন
এসেছি এই ধরাতে যখন
দুঃখ-ব্যাথা রইবে তখন।
সবাই বলি আপন-আপন
বলতে পার পরইবা ক'জন?
মম বক্ষে তব মায়া যেমন
বিরহে তব রুধীর ক্ষরণ
ঝরেছে বল কাহার এমন?


শারদের এই অঝোর বরিষন
কাঁদে হৃদ্বয় কাঁদে এ-মন
হিয়ায় বাজে কিসের রোদন?
মায়ভরা ঐ মায়াবী নয়ন
করেছি মম হৃদ্বয়ে চয়ন,
তব লাগি যে করেছি ধ্যায়ন
ভুলিয়া কাজ, ভুলিয়া শয়ন।


কেহ তো মোরে করেনা যতন
বুলায়ে হাত মায়ের মতন
দূর-পরদেশে এসেছি যখন
পাবনা কোন আদর-যতন
ভেবেছি আপনায়, ভেবেছি তখন।


জানিনা কাহার এ অসীম-সাধন
হৃদ্বয়ে এনে দিল মায়ার প্লাবণ
বেঁধেছে যেন অদৃশ্য বাঁধন
হু-হু কের ওঠে উদাসী পবন
কাহার লাগি এমন কাঁদন
কাঁন্দি আমি রাত্রি ও দিন।
পেয়েছি হেথায় স্বর্গ-রতন
করেছি হিয়াতে গোপনে লালন
জানিবে না কেহ করেছি-
তাহারে কত যে যতন;
বুঝিবে না কেহ-
বুঝিবে না কখনো
প্রাণেরোহিত আপন সে জন,
জানি না সে পর কি আপন
জানি শুধু সে মোর আত্ম-স্বজন।