পর জনমে দেখা হবে প্রিয়!
ভুলিও মোরে হেথায় ভুলিও।
এ জনমে যাহা বলা হলো না,
আমি বলিব না
তুমিও বলিও না,
জানাই যদি কভু প্রেম
করিও তুমি ছলনা,
কভু যদি আসি ফিরে
তবে যা আছে তব বেদনা
তার সবই তুমি দিও আমারে।


রাতের কুসুম যেমন প্রতি
প্রাতে যায় যে ঝরিয়া
তেমনি ভালো না বাসিতে তোমায়
হৃদ্বয় খানি মোর গেল যে শুকিয়া।


এ যে বিষ নয় প্রিয়
এ যে ব্যাথা ভরা অমিয়।
হেথায় হিয়া মোর
বিরহে যে হয়ে ওঠে আকুলী।
মিলন কামনা তোমার
ভোলায় মোরে সে সকলি।
ভাবিনি কখনো সবই তার
যাবে তুমি দু-পায়ে দলি।


আজি মম এ হৃদ্বয়
চাই যেতে সেথায়
যেথায় গেলে পরে-
এ অমিয় না শুকায়।
যেতে যদি পারি সে অমরায়
তবে অমৃতের তরে স্মরিও আমায়।