মোর আশাহীন শুন্যতার যে ব্যাথা
অসীম অবাধ্য হয়ে আছে হৃদে গাঁথা!
বুঝি জানিয়াছো এতোদিনে
লুকায়ে তা যায় না রাখা কোনখানে?


অসীম হে তব জগৎ ভোলানো মায়া
আমি জানি তাহা রয়েছে ভূবন ব্যাপিয়া।
আপনি যে খেলা খেলিয়াছ জগৎ জুড়িয়া;
সবই কি তার চিরায়ত নশ্বর?


প্রশ্ন আমার আজি তব দ্বারে
জানি না কি নামে ডাকিলে পাব উত্তর!
ভগবান-ঈশ্বর যে বলুক যাহাই
আমি বলি অসীম হে মহান
এক স্রস্টা হে তুমি সকল সৃষ্টির!


জানি যা ছিলো মোর চাওয়া
কোনদিনই তা হবে নাতো পাওয়া!
ছিলো কি ভুল সেথা মোর?
কখনো আমি চাইনি হতে অমর;
যে দানে হৃদ্বয় দিয়াছ ভরিয়া
তা শুধু করিতে চাহিয়াছি অবিনশ্বর!
বলো হে বিধি মোরে
সে কি পাপ নাকি অপরাধ?
নাকি তাহা শুধু তোমারই সাধ?


×××××××××××××××××


রচনাকাল ও স্থানঃ ২৬শে শ্রাবণ, ১৪০৬ বঙ্গাব্দ,
১৪/৮/১৯৯৯ ইং ; আজিজ মহল্লা, মোহাম্মদপুর, ঢাকা