শ্রাবণ ধারায় কে তুমি এলে গো, তপ্ত তাপনে এলে
    খর দাবদাহে শীতল ছোঁওয়ায়, তৃপ্তি নিয়ে এলে
             তুমি এলে, নিয়ে সাথে
                               জীবনের সঙ্গীতে
              দূর হল তৃষা সবার
                                উঠলো যে প্রাণ মেতে
     অসময়ে সবার মনে, অকাল ফাগুন এল
      ভরা বাদলের আগমনে, মন সুর খুঁজে পেল  
     আমি ছিলাম আশা নিয়ে, মনবীণার তার বেঁধে
                 সে বীণায় সুর দিলে
     যেও নাগো তুুমি চলে, ব্যাথা দিওনা প্রাণে
     মেতোনা অকালের এই ,ফাগুনের অবসানে
                 যে ফাগুন এনেছো গো
                 অকাল যদিও জানি
                 তবু তুমি কেড়ো নাগো
                  মনের বীণা খানি
     যে সুর বেঁধেছি মনে, বোবা হয়ে যাবে গানে
                  তুমি তাকে কেড়ে নিলে
        বরং মনের বীণায়          সুর তুলে তুমি
                   বারিধারা দাও ঢেলে ।
                   -------------------
                
বরষার আয়োজন