পাগলের মত এলোমেলো
           অবিন্যস্ত,অগোছালো
         কিছু ভাবনা  কিছু কথা
         দাঁড়িয়ে মনের বারান্দায়
         আশে পাশে ঘুরপাক খায়              
        
           কিছু বোধ, কিছু অনুভুতি
       ভনভনে মাছি,প্রজাপতি
         খুঁজে পায় তাদের অস্তিত্ব
             মনের কিনারায়
              ভাষা উচ্চারণে
           রঙ্গের মিশেলে ছন্দেতে
              মনের অনুরণনে
     ছড়ানো,ছেটানো সব অন্ধকথা
         আলো পেয়ে হয় কাব্য, কবিতা
          কালি কলমের আঁচরে
          কবির সাহিত্য বাসরে ।
    রূপ নেয় একটা পূর্ণাঙ্গ কবিতা
             সবার অগোচরে।।
       -----------------------