এরই নাম প্রেম আবার এরই নাম ভালবাসা
যাতে নিহিত ছিলএক, অঙ্কুরের, আশা প্রত্যাশা
ছিলএক চোরা স্রোত, সেখানে, হৃদয় থেকে গর্ভেতে
ভালবাসার অঝোর ধারা,প্রতি শিরা, প্রতি  তন্তুতে
তিলে তিলে, দশটা মাস আর দশটা দিন ধরে
হাতের নরম খুশীর ছোঁয়ায় অলস অবসরে
রক্ত চুঁয়ে দানা বেঁধেছিল, ছোট্ট গর্ভ কোটরে
শুদ্ধ আনন্দে প্রসব ব্যাথায়,সন্তানের রূপ ধরে
সে স্নেহের কোনও স্বার্থ ছিল না
          না কোনও দেনা পাওনা
সারা গর্ভ জুড়ে,জুড়েছিল শুধু
           নির্ভেজাল এক কামনা
মায়ের মন  নিয়েছিল শুষে,ঐ
             অঙ্কুরটার যত জ্বালা
লাথির ঝাপটা গর্ভ দেওয়ালে আর
            পাকানো মুঠোর ঠেলা
পড়েছিল ঝরে আনন্দ ধারা, চোখের কোল ঘেঁষে
পরম সুখের আনন্দেতে আর শান্তির আবেশে
ভালবাসা তো আছে নানাভাবে সারা দুনিয়া জুড়ে
কটা ভালবাসা আছে যেখানে, একজন অপরজনে
দেয় উজাড় করে,
সব রক্ত মাংস,শিরা উপশিরা,অস্থি মজ্জা,তন্তু ?


একতরফাভাবে মন প্রাণ দিয়ে,সব স্বার্থ বলি দিয়ে
নিজেকে নিঃস্ব করে ?


পাবে না তুমি মাথা খুঁড়লেও,মায়ের হৃদয় ছাড়া
জগৎ শ্রেষ্ঠ সেই ভালবাসা,তাই তো নজরকাড়া
আমি সাক্ষী সেই ভালবাসার,ভ্রূণ দশা থেকে
ভোলার নয় সে ভালবাসা,ভুলব না সেই মা কে।।
            ---------------------