কখনও প্রলয় তুমি,কখনও সৃজন
      কখনও জীবন তুমি,কখনও মরণ
    মেঘ হয়ে ভেসে বেড়াও নীল আসমানে
    ছলছল আঁখির কোণে ভাসো অভিমানে
      কখনও সর্ব্বনাশী নদীতে প্লাবনে
      কখনও মুগ্ধ কর টাপুর টুপুর গানে
   গঙ্গায় নির্ম্মল তুমি,মলিন নয়ানজুলিতে
   শীতল কর অবগাহে,নিদারুণ তৃষ্নাতে
      কখনও নির্ঝ্ঝরিণী কখনও নির্ঝ্ঝর
      তরঙ্গে নেচে বেড়াও অকুল সাগর
      এইভাবে শতরূপ করেছ ধারণ
       বিফল হয় বুঝতে তোমায়
            আমার অবুঝ মন
       বর্ণহীন তোমার কায়া
                    তুমি নিরাকার
       বহুরূপের আড়ালে তোমার
                     মহিমা অপার
    ---------------------------
বি দ্রঃ- এটাতে আমি সুরারোপও করেছি এবং  অন্যতমা খ্যাতনামা
গায়িকা শ্রীমতি ইন্দ্রাণী সেন কণ্ঠ দিয়েছেন,"ঐ যে নীল সুদূরে "
এ্যালবামে।