বেশ ছিল সাঁকোটা
দুপাড়ে দুই মনের
খেয়াঘাটকে জুড়ে
হঠাৎ কি যে হোলো
কিছু অংশে ফাটল ধরলো
কিছু অংশ ধ্বসে পড়লো
মড়মড় করে নীচে
খালের জলে ।
এখন আর দুটো মন
দাঁড়ায় না এসে মাঝখানে
খালি ছায়া দুটো রয়ে গেছে
ফাটলটার মাঝখানে
অব্যক্ত প্রেমের অনুসন্ধানে
নিশিরাত বাঁকা চাঁদের
সান্ধ্য বাসরে, প্রেম করে খেলা
হাতে হাত ধরে ঠোঁটে ঠোঁট ঘষে
খালের জলে চুম্বনে
সাঁকো খালি ম্লান মুখে
স্থির দৃষ্টিতে চেয়ে থাকে
ফাটলের মাঝখানে
দুটো মনের স্পন্দনে ।
------------------