পারলে বজ্র হও,অন্তত হও
তেজদীপ্ত বজ্রের মত
তোমার গায়ে কি বিদ্যুৎ আছে ?
থাকলে কত ভোল্ট আছে তাতে?
তোমায় ছুঁলে কি শক লাগে ?
লোকদেখানো ভোল্টে কিন্তু
পাশার ছক উল্টোবে না
এমন জোরালো হতে হবে,যাতে
পাশে আসবে যারা,ঝলসে যাবে তারা
গনগনে আঁচ তার,ছুঁয়ে দেখতে গেলে
ফোস্কায় হবে জেরবার
কালবৈশাখীর ঝড়ে,যখন
কড়কড় করে বাজ পড়ে,তখন
ধরো সেই বজ্রপাতকে
একেবারে মূল থেকে
এক ভোল্টও যেন ফাঁক না যায়
তোমার অকৃপন থাবা থেকে
আল জিভের ডগায় যেন হাই ভোল্টেজ
থাকে,যাতে হাঁ করলেই পাশের জনের
যেন হল্কা লাগে মুখে ।
ব্রহ্মাণ্ড ঘুরছে যেমন,তুমিও তেমন
ঘুরতে শেখো বনবন বন করে,
উর্দ্ধে উঠতে শেখোো ঘুর্ণিঝড়ের মত
আকাশ কাঁপিয়ে মাঠে, আছড়ে পড়বে
যখন, দাউদাউ করে গাছগুলো যেন
জ্বলে ওঠে তখন
মালুম যেন হয় তোমার অযুত শক্তি
পারলে তাই বজ্র হও পেতে নিখাদ মুক্তি ।
--------------------------------------