বরফ ঠান্ডা রেফ্রিজারেটর,
ভেতরে ঠাসা,আস্ত পরিবার,
বাবা মা আর,দাদু ঠাকুমার,
আর এক শিশু,ঠান্ডা নিথর
শায়িত আছে ,তার ভিতরে।
তিন প্রজন্ম নিমেষে সাবার,
রক্তে লোলুপ হামলার শিকার,
মখোশ পরা কুলাঙ্গার,আর,
সভ্যতার ব্যাভিচারে।
ঐ শোনো স্বজন হারানো,
আর্তনাদ,বাতাস কাঁপানো,
সারি সারি শহীদের লাশ,পড়ে আছে প্রাণহীন,
মাঝে এক ভাবলেশহীন,প্রাণ নিয়ে যে প্রাণহীন,
করছে যে তার কৃতকর্ম,সারারাত,সারাদিন,
ডোম সে,জাদল্লা,দিচ্ছে পাল্লা,
সদা ব্যাস্ত হাতে।
গাজার নরহত্যায়,পৈশাচিক মাদকতায়,
মৃত্যু মিছিলের সাথে।
দেয় সে মুখ মুছিয়ে,ডোরাকাটা কাফন পরিয়ে,
জন্নতের প্রস্তুতি দিয়ে,প্রতি শহীদে সাজিয়ে,
শহীদ যাবে ,শুতে কবরে,ঘৃণা নিয়ে ধরিত্রী জঠরে,
কর্তব্যে অবিচল, ডোম জাদল্লা,সঙ্কট নিয়ে অন্তরে।
এসব দেখেও,সভ্য সমাজ,হয়ে আছে নিশ্চুপ,
চোখে ঢাকা ,কানে তুলো গোঁজা,মুখেতে কুলুপ
ধিক,শতধিক,সেই সমাজে,ধিক সহস্রবার,
প্রয়োজন নেই সে সমাজে,হয়ে যাক ছারখার।।
________________________