বৃষ্টি বৃষ্টিএক টানা বৃষ্টি
        দফায় দফায় অনাসৃষ্টি
         জল থৈ থৈ করছে শহর
           বাড়ছে ক্রমে জলের বহর
            পথ ঘাটের সব, দশা বেহাল
              যান জটেতে যাত্রী নাকাল
        খুদে পড়ুয়া হাবুডবু খায়
          টিফিন বাক্স, জলে চলে যায়
            বই খাতা সব, ভিজে ন্যাতা
             ঝোড়ো হাওয়ায় ভাঙ্গে ছাতা
               বে আব্রু সব, নগর নিকাশী
                 জল ফুটবলে সবাই মেসি
         রেল লাইন সব, জলে ডোবা
           সিগনাল সব, হয়েছে বোবা
             শহরতলীর লোকাল যত
              দাঁড়িয়ে আছে বোকার মত
               হয়রান সব, ঘরের যাএী  
                প্ল্যাটফরমে মাথা ভরতি
                  কখন ফিরবে সুইট হোম
                    বাঁশবনে সব,কানা ডোম  
            রক, চাতাল, বাড়ির উঠান
             জলে থৈ থৈ ডাঙ্গায় বান  
               ময়লা, কাদাতে, নয় ছয়
                যখন তখন পড়ার ভয়
                বান না হতেই বানভাসি
                 গরহাজিরা কাজের মাসি
                  বলার তো কিছুই নেই
                   অজুহাতের মৃত্যু নেই
            বিদ্যুতের, নেইকো সাড়া
              তমসাবৃত  গোটা পাড়া
                গৃহস্থেরা সব দিশাহারা
                  লম্ফ হাতে ঘোরা ফেরা
                   বছর বছর ঘুরেফিরে আসে
                     শ্রাবণের ধারায় নগর ভাসে
                       জলযন্ত্রনার এই  দায়
                        শহুরে মানুষ বয়ে বেড়ায়
                   এ যন্ত্রনার, নেই কো নাশ
                    স্বস্তির শ্রাবনে শহুরে ত্রাস।


                     ---------------------