সন্দেহ আমার কৃত্রিম করোনা দুনিয়া গ্রাসের জন্য
চায়না সৃষ্টি করেছে ওহানে নিজেদের করিতে ধন্য।


স্নায়ু যুদ্ধে হেরে গিয়ে করেছে হয়তো পণ
কাড়বে তারা বিশ্ব অর্থনীতি কাড়বে দুনিয়ার ধন।


কুটকৌশলে সারা বিশ্বে হয়তো ছড়িয়ে দিলো তাই
মৃত্যু ভয়ে পালাবে সবাই দেখার কেউ নাই।


বার দিনে মস্ত মস্ত হাসপাতাল তারা বানিয়ে
দুনিয়া জুড়ে পাগল সবাই খবরটা গেল জানিয়ে।


কেউ বুঝতে চায়নি আজও কেমন করে কি
ঘুমিয়ে রইলো সারা দুনিয়া নাভিতে মেখে ঘি।


চায়না মাথার চায়না পেজগি বুঝলো না তো কেহ
চায়নার স্বার্থে দিতে হবে সবার আপন দেহ।


তারাই দুনিয়ার শাষক হবে এটাই হয়তো পণ
তাবৎ দুনিয়া মেধাশুণ্য হবে কাড়বে তাদের ধন।


এখনও সবাই প্রশ্ন করো ওহান প্রদেশ গিয়ে
করোনা সৃষ্টি জানতে চাও জাতিসঙ্ঘকে সাথে নিয়ে।


জানতে চাওয়ায় দোষ নাই ঘটেই যখন গেল
হঠাৎ করেই চাইনিজরা দেখো করোনা মুক্তি পেলো।


সন্দেহ আমার হচ্ছে ভাই চায়না বুদ্ধির খেলা
বিজ্ঞনী সব ওহান যাও করিও না হেলা।


আরো যদি থাকো বসে দিন সপ্তাহ মাস
বিশ্ব অর্থনীতি পঙ্গু হবে কাটবে ঘোড়ার ঘাস।


মরছি নাহয় মরেই যাবো খবরটা তো নাও
কোথায় কখন সৃষ্টি হলো জানতে আমায় দাও।


প্রাণ যাবে বিশ্ব বাসীর রোগ জীবানু দিয়ে
চায়না হাসবে মুচকি হাসি সাহায্যের হাত নিয়ে।


মেধা প্রজ্ঞা গিলে খেয়ে জ্ঞানীরা সব বসা
গুহার ভিতর কাটছে সময় যেন শনির দশা।

বিশ্ব নেতার বুদ্ধি দেখে অবাক হলাম আমি
প্রশ্ন একটা করলো না কেউ ভেবে ভেবেই ঘামি।


ব্যাখ্যা দিতে চায়না বাধ্য ঘটেছে তাহার ঘরে
ওহান দিবে তথ্য প্রমাণ জাতিসঙ্ঘ যদি ধরে।


পরীক্ষায় তারা সফল হলেও বিফল হয়েছে বিশ্ব
ভাবো মনোযোগ দিয়ে দেখো পৃথিবীর কি দৃশ্য।


সন্দেহ আমার বাঁধছে দানা কীর্তি কলাপ তাই
খবর তোমরা নিয়ে দেখো মিলতেও পারে ভাই।।