সারাদিন কাজের চাপে
অসহ্য রোদের তাপে
শরীরে যত পরিশ্রম,
রাতের আঁধারে রোজ-ই
ঘুমের বাহানা খুঁজি
ফেলিতে শান্তির দম।


দিনমান সহস্র স্বপনে  
বর্ণিল আশা বপনে
কোন আলস্য নাই,
রাতে একান্ত স্বপনে
বিরহের তপ্ত পবনে
অণু’র মুখখানি চাই।


স্বর্গের ওপাশ থেকে
আমার ছোট্ট আশা
নিজেই আসে ঘুরে,
প্রজাপতি মৌমাছি হয়ে
অণু’র রঙ্গিন বাগানে
চলে যায় উড়ে।


রাতে স্বপনেই যখন
সত্যি হয় স্বপন
আমার পুলকিত মন,
ঘুম ভেঙ্গে গেলে-
ভোরের প্রভাতি কোলাহলে
বিরহ বেদনা তখন।