হৃদয়ে রক্তাক্ত ভালোবাসার সরু গলি
নিরাপদ ফুটপাথ নেই
সহস্র জঞ্জালের মাঝে ক্লান্তিহীন হেঁটে চলা
অপরিচিত পথে অণু'র খোঁজে
অণু কোথাও নিশ্চুপ দাড়িয়ে
বুকের ভাঁজে বকুলের ঘ্রাণ নিয়ে।
আঁধার পথে বহুদূরে তারকার আলো দেখি
আর ক্লান্ত শরীরে ক্লান্তি পুষে পুষে
গুটি গুটি পায়ে ছুঁটে চলি
অণু নামে একটি জীবন্ত পুতুলের খোঁজে।
শ্রাবণের ভর বর্ষার জল
বিড়াল চক্ষুর মতো জলে উঠে আগুন; বুকের ভিতর
ফণী'র ফণা তোলা রক্তের স্রোতে
সে আমার দূরন্ত দূর্দান্ত অণু
যার জীবন্ত নির্মম ভালোবাসায়
বুকের কড়িকাঠে ঘুণ পোকার ঘর।
শিরোনাম হীন জীবনের শিরোনাম হলে
অগ্রাহ্য করি সকলের পরিহাস
স্ব-হাস্য হৃদয়ে শুধু বলে রাখি
অণু এসেছে হেসেছে বুকের তারায়
আমার মতোই ভালোবাসে আমায়।
ভালোবাসার দাবীতে ক্লান্ত আমি
শত সহস্র বর্ষ আগে বুকের মাটি খুঁড়েছি
অবুঝ শিশুর আঁকা ছবি দেখিয়ে দেখিয়ে
অজস্র বার বলেছি; ভালোবাসো
মনুষ্যত্ব চাপা দিয়ে খুলো না পাপের দরজা
শহীদমিনারের মতো ভালোবাসো; মা পৃথিবী
হৃদয়ে রোপে দাও মানবতা অণু'র মতো।


০২•০৫•২০১৯;১৫:৪৫, ঢাকা, বাংলাদেশ।