16 আগষ্ট 2020; 02:47
.
অণু’র নাটাইখানা অজানায় উড়িয়েছে আমায়
সুতোর টানে প্রাণ কেবলি মিলনের গান গায়,
আত্মার ঋণ মেটানোর দিন চায় দেহখানি
ভালোবাসার কঙ্কর পথে মিলন বহুদুর জানি।
.
তৃষ্ণার্ত মন যখন তখন অণু’র মায়াবী মনে
প্রেমের আসরে বেঁধেছে বাসর ক্ষীণ অনুক্ষণে,
অনুকম্পায় আত্মা চলে যায় দেহকে না বলে
সভ্যতার লয়ে জাগে ভয় বরষার ঢলে।
.
গহীন অন্তপুরে উড়ছে ঘুড়ি মনের আকাশে
প্রেমের তুষারকণা ভাসিয়ে নব-বাসন্তি বাতাসে,
দুলছে মন অণু’র অনুভবে তুলছে ফনা
বিশ্বাসের ভারী নিঃশ্বাসে দ্রবিভুত বিষাদকণা।
.
বুকের খাঁচায় মায়াময় মানবতা অণু’কে ঘিরে
মায়ার জাল বুণে যায় চঞ্চল ব্যাঞ্জন প্রহরে,
নিরাশার হাতে আশা রেখে অনন্ত কৌতুহল
মিলনের স্বর্গসুখ খুঁজে ক্লান্ত চোখের জল।
.
অবসরে অবসন্নতায় কাজে চঞ্চলতায় নিদ্রা জাগরণে
স্বপনের ঘোরে নিরীহ নিশিতে কিংবা আনমনে,
আবেগের পাখায় উড়ছি অনুভবের সুনীল আকাশে
অণু’র হাতে নাটাই রেখে প্রেমের দুরন্ত বাতাসে।