8 ডিসেম্বর 2020;11:51
.
অণু দুঃখ করো কেন?
সুখ তো দুঃখের প্রতিটি কণায় কণায়
ফেলে আসা সময়; অবারিত স্মৃতি
আমি, তুমি আর আমাদের প্রেম।
.
আজ না হোক, কাল তো ছিলো
খোপায় রক্তজবা হাতে লাল মেহেদী
আজ না হয় বুকের খাঁচার ভেতর
লেপটে আছে রক্তাক্ত মেহেদির রঙ।
.
এর'চে সুখে দুঃখে ভালোবাসার খেলায়
চলো সাথী হই অনন্ত যাত্রায়
অসীম আকাশ-বাতাসে মিশে থাকা দীর্ঘশ্বাস গুলো
মুখরিত হোক আমাদের স্বর্গ সজ্জায়।
.
অস্রুজলে তুমি দুঃখ খুঁজো অণু?
অথচ লবনের স্রোতে
মানবতা মায়া অন্তরাত্মার টানে
আমি খুঁজি তোমার অসমাপ্ত প্রেম।