আত্মায়
সমর ভৌমিক
07 মে 2020; 03:17


আর কিছুই নিরন্তর চাওয়া নেই-
এই নির্মোহ খাঁচা’টা বাঁচিয়ে রাখতে,
মন প্রাণ অন্তর ততক্ষন বেঁচে যাবে
যতক্ষণ তোমার কথা মনে থাকবে অণু।


তুমি রাতের পরিস্কার আকাশে জ্বলজ্বল করে-
কাঁদাও গহিনে ভালোবাসার সকল বংশধর,
আর নিঃসঙ্গ নিরবতায় চাঁদের আলোতে
আত্মার অন্তস্থ অংশটি জীবিত করো।


তোমাকে মনে রাখি অণু--
সোনালী রোদের মায়াহীন ছায়ায়
উষ্ণতায় স্পর্শ অনুভব করি
এভাবেই মায়ার বাঁধন তাড়িয়ে বেড়ায়।


তোমার গাঢ় অ্যাঞ্জেলিক চোখের দ্যুতি
আত্মায় আর্তচিৎকারে ভরে তোলে,
স্বপনের ঘোরে’ও মায়া মাখা মুখ
মনে রাখে বারবার।


এতটাই রঙ্গিন তুমি-
মানবীয় অন্তরাত্মার ভিতর বাহির
ইন্দ্রিয়ের চঞ্চল প্রবনতা নেই, শুধু ভালোবাসায়-
তোমার অবয়ব বারবার উদ্ভুত হয়।


আমার সংরক্ষিত স্মৃতির পাতায়
নিজের কথা ভুলে-
ভালোবাসার বিমর্ষ বেদনায়
তোমাকেই মনে রাখে।


প্রতিদিন দেখার জন্য উদগ্রিব হই
আত্মার প্রাচীরে আঘাত করে দৃষ্টি সুখের বেদনা,
অথচ আয়নায় নিজেকে দেখিনা কখনও
তোমাকে দেখা’ই যেন সহজ হয়ে উঠে।


প্রাণের ভাঁজে ভাঁজে অণুদেবী’র হাসি চাই-
হাসি খুঁজতে গিয়ে লুকিয়ে যায় আমার হাসি;
আর নিজেকে ভুলে যাই দিন দিন,
তোমায় মনে রেখে।


অথচ অন্ধকারে বিবর্ণ হয়ে যাচ্ছি
যেন জন্ম থেকে অন্ধ’ই ছিলাম
তবু খুব সহজেই তোমাকে খুঁজে পাই;
আত্মায়--- ।