অণু; আমি ছাই হয়ে যাই
যখন অন্তর জ্বলে উঠে
প্রেমের আগুন থেকে
তুমি রূপকথার পাখি হ’য়ে উড়ো
পূর্ব জনমের প্রেম
আমার মনের আকাশে
আগুনে অঙ্কিত হও
হৃদয়ের প্রাচীরের ভিতর
আত্মার অন্ধকার ঘরে
প্রতিমুহুর্তে তুমি জ্বলে উঠো
আমার অবাধ্য আবেগ
আর;
অন্তরাত্মায়
শক্ত পুষ্পিত হয়ে উঠে
তোমার মিষ্টি শব্দের ধ্বনি-প্রতিধ্বনি
আমি বার বার শুনতে পাই
তোমার স্নেহাতুর কন্ঠস্বর
কত প্রকার ইঙ্গিতে
আমাকে কাঁপায়
আমার ভিতরের সুন্দর বোধ
ভালোবাসা এবং আনন্দে
হৃদপিন্ড খেলা করে
অমর প্রেমের সান্নিধ্য আশা
তুমি আসবে ফিরে।।
/
২০ মার্চ ২০২০; ০৫ঃ০৫, মিরপুর, ঢাকা।