11 নভেম্বর 2020; 02:5
.
শূণ্য আকাশ
অন্ধকার নির্জন চারপাশ
শৃঙ্খলে আবদ্ধ দেহ মন
আমার মেঘাচ্ছন্ন দিনরাত
এভাবেই জীবনের ভঙ্গুর পদক্ষেপে
প্রিয় অণু সভ্যতার কাঁটাযুক্ত পথে
আমায় ডেকেছিল খালি পা'য় ভ্রমণে।
.
আমি জীবনের এই পথে
প্রেমের অমৃত সুধা পান করতে
ছুঁতে চেয়েছিলাম সবচেয়ে সুন্দর অণু'র
ভালোবাসায় দেয়া উপহার
রেশমের সুতোয় বুণা নির্মল হাসি
জীবনের বাঁকা পথে সরল ভালোবাসা।
.
সবাই প্রথম হতে চায়
আমিও সবার মতো অমৃত লাভে
খালি পায়ে হেঁটে যাই
সভ্যতার নিকৃষ্ট যুদ্ধ ময়দানে।
.
আমার অণু প্রজাপতি হয়ে উঠে
তীব্র যন্ত্রণায় মেলেধরে রঙিন ডানা
আমি জীবনের সুমিষ্ট অনুভবে
সহস্র শতাব্দীর কারাবাস জেনেও
সভ্যতার বৈরী পথে হাঁটি খালি পাঁ'য়।