“নারী দিবসে সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা”
প্রকাশঃ ০৯ মার্চ ২০২০


মা; তুমি হৃদয়ের আয়না ও ঈশ্বর
যখন চারপাশে সব অন্ধকার হয়ে আসে
তখন তোমার দ্যুতি’তে পথ চলি
তুমি প্রাণশক্তি আর সকল শক্তির আঁধার
আবার যখন চারপাশে সবকিছু শক্তিশালী হয়ে উঠে
আমাকে অবরুদ্ধ করে দিতে চায়
যখন লক্ষ্যবস্তু হই অযাচিত শক্তির
হৃদয়ে ভেসে উঠে তোমার স্নেহাশীর্বাদের সুদর্শন চক্র
আন্দোলিত হই এবং যুদ্ধ চালিয়ে যাই
জীবনের সুদীর্ঘ পথ
নিরাশাবাদীরা মা’কে চিনে না
চিনে না ঈশ্বর
বিশ্বাস করে না তোমায়; তোমার শক্তিকে
আশাবাদীরা আয়নায় দেখে ভবিষ্যৎ
মায়ের আশির্বাদে খুঁজে পায় আরাধ্য ঈশ্বর
পরাজয়ের উপর বাজি রাখে জীবনের।
তোমাকে নিয়ে অনেকেই পার্থক্য তৈরী করে
যদি তুমি ঈশ্বর নও; তবে কি করে সম্ভব
তোমার নাভীমুলে ডুবসাতাঁরে রাখা তিনশত দশ দিন
তবু পার্থক্য তৈরী করে চলে-
ডাক্তার মনোবিজ্ঞানী আইনজীবী সহস্র পেশার অজস্র মানুষ
মানুষের খাঁচায় সেইসব নিরাশাবাদীদের প্রতি
সর্বোচ্চ সহানুভুতি জানাই।
অণু; জীবনের কোন আস্তরণে মা’কে বিভক্ত করো না
জীবনের ভিন্নতায় কর্মে নতুনত্বে আরো আধুনিক হও
মা’কে পৃথিবীর কাছে উন্মুক্ত করো
আমাদের উদ্দেশ্য সিদ্ধান্ত ও প্রতিটি অর্জনে
বিশ্বাস রাখো মায়ের সম্পাদনা ঈশ্বর সমান
মা জীবনের অর্জিত শ্রেষ্ঠ সম্পদ
এসো বাধাহীন নির্ধারণ করি মায়ের ভালোবাসা
যিনি প্রাচুর্য্ সমৃদ্ধি আনন্দ আর আমাদের জীবন্ত দেবী
তাঁকে কষ্ট দিয়ে রোগ দিয়ে দারিদ্র দিয়ে হারাতে যেও না
মা শূণ্য দুঃখময় জীবন মেনে নিও না
পৃথিবীতে এমন কোন রঙ নেই
ভালোবাসা নেই
স্বাস্থ্য নেই
বিত্ত বা পার্থিব সম্পদ নেই
সম্মান ও সম্পর্ক নেই যা মায়ের তুল্য
মায়ের গর্ভে আমাদের জন্ম হয়েছিলো
পৃথিবীকে আলোকিত করতে; জিততে
সভ্যতাকে দেখানোর জন্য যাহা জীবন
সম্প্রীতির ধারায় মা ও ঈশ্বর হৃদয়ের আয়না
তবেই আমরা মানুষ; আশাবাদী।।