12 মে 2020; 0039


অণু; আমি আগুন পুষি,
আত্মায়-
এবং রাতের নিরবতায়-
শীতল আগুন আলোকিত করে,
আমার হৃদয়-
আত্মার চঞ্চল ভালোবাসা-
ক্রুশবিদ্ধ হয়।


আমি বিরহ সংগীতের সুর শুনি,
কানের ভিতর-
তবু; তোমার প্রবাহে-
কল্পনায় কোমল আঙ্গুল ছুঁই,
সেলফি তুলি-
কোন তরুণ দম্পতির মতো।


লবঙ্গ তামাকের ধোঁয়ায়
আন্দোলিত হই-
অধঃপতিত ভুবনে,
আঙ্গুলের কড়ায় কড়ায় জপমালা গণি
ফিসফিস শব্দে-
ঈশ্বরের প্রার্থনায়,
তোমার স্নেহ আশা করি।


শিরায় শিরায় অবসন্ন রস
বিবশ করে তোলে-
স্নায়ু থেকে হাঁটুতে,
আমায় নিঃস্ব করার প্রতিযোগীতায় নামে
বুদ্ধিদীপ্ত সকল জিজ্ঞাসার প্রশ্নপত্র।


মনের ব্ল্যাকবোর্ডে লিখে-
প্রাপ্তিহীনতার হিসেব,
আমি অপেক্ষা করি অন্তরের বৃষ্টিপাতে
প্রশ্ন অগ্রাহ্য করে কল্পনায় দেখি,
ময়ূরের নাচ; আর-
তোমার স্নেহসিদ্ধ ভালোবাসা।