আগামীর নন্দিত পুরস্কার
সুশৃঙ্খল পৃথিবী
বিশ্বজুড়ে মানবতা
ধরে আছে আগামীর শিশু
আমাদের ভ্রান্তির চোখ
আশাহীন অথর্ব
অথচ অণু;
কলেরার কঙ্কালসার বিগ্রহে
অবিরাম ভাবনার বাসর
কিভাবে জড়াবে ধর্মের বন্ধন
কিভাবে থামাবে আগামীর শিশু
পুঁজিবাদের তামাম সাম্রাজ্য
নানান সঙ্ঘে অঙ্গিকারবদ্ধ
সেই উলঙ্গ নবজাতকের ভয়
তাড়া করে বেড়ায়
পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত
সভা মিছিল জাতিসঙ্ঘ
তাঁদের পথেই হাঁটুক
অপ্রতিরোধ্য চিত্তে জন্মনেয়া
আগামীর উলঙ্গ নবজাতক
বিশ্ব দরবারে আমি এক
অনাহূত অসহ্য কবি
চাই স্বাধীন হোক অনাগত দিন
আর উলঙ্গ নবজাতক।