অণু; নীল আকাশে ধোঁয়াটে মেঘ
দ্যাখো, একদিন না একদিন কেটে যাবে
নীল আকাশ আর পৃথিবী প্রান্তর
একদিন আলোকিত হবে
সোনালী সূর্যের ঝলমলে আলোয়
সেদিন আমরা নেতৃত্ব দিবো জীবনের
আজ আত্মার ভিতরে অনন্ত ভালোবাসা
অন্য দিকে পকেটে শূন্যতা
বলতে পারিনা আমরা সন্তুষ্ট
কিন্তু অণু আমরা তো ক্লান্ত নই।


অণু; তুমি রহস্যময়ী সুন্দরী
তোমার শব্দ সময় বিভাজনে অদ্ভুত
সুন্দর প্রাণবন্ত আর রহস্যময় আকর্ষণে
আমি তোমার চোখে কখনও ঘৃণার আস্তরন দেখিনি
কান্না আর কান্নার ছাপ দেখেছি
তুমি ও আমার মতো রাতের আঁধারে নিরবে কাঁদো
তুমি ও স্বপ্ন দেখো
তালাবন্ধ ঘরে স্বপনের বিচরণ
আমি নিকোটিনের ধোঁয়া গিলতে গিলতে বলি
অণু আমাদের নেতৃত্ব এখান থেকেই; হ্যা


আমরা যে স্বপ্ন সাজিয়ে রেখেছি
ধোঁয়াচ্ছন্ন মেঘ কেটে গেলে
স্বচ্ছ আকাশ যন্ত্রণাহীন
তোমার চোখে স্নিগ্ধ আলো
যেখানেই তাকাবো যা কিছুই দেখবো
তোমার চোখে দেখার প্রত্যাশায়; আজও
আমি শিশুর মতো তোমাকে ভালোবাসি
অণু নিবিড় চুম্বনে চুষে নিচ্ছি চোখের জল
শুধু বলো আমরা ক্লান্ত নই
বেঁচে আছি; অদৃশ্য ভালোবাসায়
ধোঁয়াচ্ছন্ন মেঘ কেটে গেলেই
আমরা নেতৃত্ব দিবো জীবনের।