আমার অহংকার বোধ আমাকে মোটেও বিব্রত করে না
কেননা আমার পার্থিব সম্পদ নেই
আমার বস্তাবন্দী বুদ্ধিজীবির জ্ঞান নেই
আমার সুন্দর অবয়ব নেই
আমার দুইশ ছয়টি হাড়ের খাঁচায়
সামন্যই মাংস ঝুলে আছে
সুন্দরী স্ত্রী কিংবা সমসাময়িক সন্তান নিয়েও
আমার কোন অহংকার নেই
সামাজিক মুল্যমানে আমি পরিমিত
সীমিত পেশায় সীমিত জীবন বোধ
তবু আমি অহংকারী এক রহস্যময় পুরুষ
জন্মান্তরের ঘোরে অণু'র ভালোবাসা; আর
অনাদি কাল থেকে নাগলোকে
সেই রহস্যময়ী নারী
যাঁর প্রচ্ছন্ন মায়ায় আমাকে অহংকারী করে তুলেছে
তোমারা খোঁজে দেখ মায়ার বন্ধনে
কতটা প্রেমের জ্যোতি ছড়ায় নিষ্কলুষ প্রাণ
অর্থের ধার ধারে না
শুধু মোহ বিসর্জিত স্নেহ আঁকড়ে ধরে
নত স্বরে প্রাণে প্রাণে বলে ভালোবাসি
আমি চাই তোমারাও অহংকারী হও
মানুষ হয়ে উঠো; শুধু মানুষ
বুকের খাঁচার সাথে পাল্লাদিয়ে বেড়ে উঠুক হৃদয়
তুমি নও; ভালোবাসা খুঁজেনিক তোমায়
অর্জন করো মানবতা; আর
নির্দ্বিধায় আমার সাথে বলো; আমিও অহংকারী।