অণু’র মোহময় সুগন্ধি শব্দ গুলো
জেগে উঠে হৃদয়ের অন্তিম কোণে
ফুসফুসে দীর্ঘ শ্বাসের ঝড়
আছড়ে পড়ে আত্মার কার্নিশে
স্মৃতির নোনা ধরা দেয়ালে।


দীর্ঘশ্বাস নার্গিসের কুন্ডলি পাকায়
দৃষ্টি সমুদ্রে নোনা জলের ঝড়
চারিদিকে ঝড়ের আগুনে পোড়া
হৃদয়ের কটু গন্ধ।


ঝড়ের থাবায়
একটা একটা করে স্মৃতি
কক্ষচ্যুত তারার মতো খসে পড়ে
প্রেমের পথ পেরিয়ে বিরহ বাগানে
পাথরের মতো জমে থাকা স্বপ্নের স্তুপ
ভালোবাসা নিরব দর্শক যেন।


দশ মিলিয়ন নিউরনের ঘরে ঘরে
অণু’র শব্দ বাঁধা পড়ে আছে
মস্তিস্কের সরস ভুমিতে
সময় সংখ্যায় রঙ বদলেছে স্মৃতি
আবির রাঙা অনু’র স্মৃতি এখন
গাঢ় রক্তাক্ত লাল।


আর ভাবনার সহস্র শব্দ
নিউরণের বেতার বার্তায়
চব্বিশটি হাঁড়ের খাঁচার ভিতর
পাঁজরের ভাঁজে ভাঁজে আঁকা বাঁকা পথে
তীর খুঁজে রক্তের কলরবে
অসহ্য অপেক্ষা যেন
অনন্ত নিদ্রার।।