করোনা’র করুণ সুরে
কেঁপে উঠা দেশ-মহাদেশ
এখনও বেঁচে আছি
এখনও আছি বেশ।


করোনা’র করুণ আহাজারি
অজস্র হৃদয়ের আত্মচিৎকার
ঈশ্বরে ডেকে বলি
সভ্যতাকে দাও ছাড়।


অজানা আতঙ্ক প্রভু
করো তুমি দূর
সভ্যতাকে দাও উপহার
শান্ত সুশীল ভোর।


নিদারুন সময়ে সভ্যতা
আতঙ্কে স্তম্ভিত বুক
জীবনের হাজারো ব্যর্থতায়
সুখ দেখেনি দু’চোখ।


সুখ খুঁজতে গিয়ে
দেখেছি শুধু অসুখ
করোনা বুঝিয়ে দিলো
বেঁচে থাকাই সুখ।।