সম্মান পুরস্কার যাহাই আনো
সোন্দর্য রূপ লিখে
একবার কি ভাবো কবি
প্রজন্ম তাই শিখে।


কবিদের আমি শ্রদ্ধায় বলি
দুঃখ ভরা মন
নারী দেহের সোন্দর্য বর্ণন
নয় যখন তখন।


নারীর সম্মান আগে ভাবো
প্রেম কাব্য লিখে
প্রজন্ম যেন মায়ের মতন
সম্মান করা শিখে।


নারী পুরুষ সমান মানুষ
একই রকম সত্য
নারীকে যদি পণ্য কর
প্রজন্ম হবে দৈত্য।


যদি ভালোবাসতেই চাও কবি
নারীকে তুমি আজ
মানবিক গুণের কথা লিখতে
নেইতো কোন লাজ।


কবি হলেই নারীর দেহ
সোন্দর্যের অনেক কথা
নারীর আছে বিবেক সম্মান
তুলে আনো তথা।


শিখাও কবি নারীর মানবতা
মানবিক যত গুণ
নাহয় নতুন প্রজন্ম আমার
মানবতা করবে খুন।


প্রজন্মের জন্য লিখো কবি
বাকি যত অনাগত
ঘুচায় যেন মানুষ হয়ে
নারী মনের ক্ষত।
  
নারীর ভালোবাসা লিখো কবি
কেমন কোমল মন
শ্রদ্ধা শিক্ষা ভাষার আধার
নারী পরম ধন।


সৃষ্টির পরেই তোমরা যাঁরা
লিখছো নারী পণ্য
প্রজন্মের পর প্রজন্ম আজ
তাই করেছে গণ্য।


সহস্র লাইন লিখো যদি
নারী দেহের কথা
একলাইন হয়তো লিখো তোমরা
তাদের কেমন মানবতা।


নারীর প্রতি সংহিসতার দায়
কবি এড়াতে পারোনা
নারী দেহ বিশ্লেষণ করতে
তোমরা কিন্তু ছাড়োনা।


30 এপ্রিল 2020; 19:46