করোনার করুণ পরিনতি আজ
বিহ্বল মানব জাতি
হঠাৎ ভাষাহীন জ্ঞাণী-গুণী সব
মেনে নিলেন ক্ষতি।


থেমে গেলো মানুষের কলরব
আদিম গুহায় বাস
মানুষের মানবিকতা চরম বিপর্যয়
এনেছে এমন সর্বনাশ।


লোভাতুর মন যখন তখন
ঈশ্বরকে দেখিয়ে বৃদ্ধাঙ্গুলী
নীতি নৈতিকতা সকল ভুলে  
সাহেব হয়েছে কুলি।


ক্ষমতা বাড়িয়েছে পাপের বোঝা
নেশা সম্পদ নারী
ভেবেছিলো এভাবে কাটিয়ে জীবন
দুনিয়া দিবে পাড়ি।


অন্তরালে ঈশ্বর হাসেন অট্টহাসি
কত বাহাদুর তোরা
শায়েস্তা তোদের করবে করোনা
নাখান্দা বেয়াদব চোরা।


আগেও পাঠিয়েছেন এমন শক্তি
খালিচোখে দেখনাই কভু
সাস ইবোলাসহ পাঠিয়েছেন কত
তবু চিনোনাই প্রভু।


সময় যদি থাকে তোমাদের
মানুষ হয়ে যাও
লেবাস ছেড়ে সত্য ধরে
হালাল রোজগার খাও।


তোমাদের জন্য আমরাও সাথে
পঁচা কাঁঠালের কোষ
পঁচা সারাতে আমরাও মরছি
যদিও নাই দোষ।


27 মার্চ 2020; 01:59, ঢাকা।