প্রেমময় ভালোবাসার রঙ্গ রসে
বেঁধে আপন ঘর
আপন মানুষ হতেই পারে
যখন তখন পর।


স্ত্রী’কেও যদি চিনতে চাও
শূণ্য হও আগে
জীবনের ভার দিয়ে দেখো
কেমন তিনি রাগে।


তোমার সম্পদ লুটে খাবে
হায়-হুতাশা নাই
দায়িত্ব বুঝে নিতে গেলে
হৃদয় পুড়ে ছাঁই।


প্রেমের বাহাদুরি স্নেহের জারিজুড়ি  
মুখ পর্যন্ত সার
প্রতিবেশী সব ফিরে গেলে
খুঁজে পাবেনা আর।


স্বচক্ষে দেখো অনেক নারী
কেমন হিংস্র হয়
শিক্ষা দীক্ষা লাভ করেও
পশু তুল্য রয়।


অধিকার তো আইনে দেয়া
ভালোবাসার ঋণ
ভরন পোষণ সবই নিবে
নিশ্চিন্ত তার দিন।


ভালোবাসার দোহাই তুলো
বিপদ যদি আসে
আপন স্ত্রীও বন্য হবে
চায়না থাকো পাশে।


অধিকার সব সমান চাই
কাজ কর্মের ফাঁকে
নিজ দ্বায়িত্ব দিয়ে দিলে
উঠে গাছের শাঁখে।


স্বীকার করতে দ্বিধা যাঁদের
অন্যায় রুজি তার
স্ত্রী ছাড়াও অণ্য নারীর
নিতে পারে ভার।


সত্য কথা বলতে তিতা
নিমের চেয়ে বেশি
প্রায় নারীরা একই রকম
দেশী আর ভিনদেশী।


অণু কেবল ভিন্ন অতি
মানবতার মন
সবাই যেন পায় খুঁজে
এমন লক্ষীরত্ন ধন।।


15 মার্চ 2020, রাত, ল্যাব এইড, ঢাকা।