লক ডাউনে নিউ টাউন
হচ্ছে ভূতের শহর,
ঝাঁঝাল রসে শোয়ে বসে
পড়ছে দেখ কহর।


বেকার বসে বুদ্ধি ঘসে
ফন্দি খোঁজে বাঁচার,
ক’দিন বাদে সময় এলো
পাগল হয়ে নাচার।


বাড়ী ওয়ালাদের ভাবটা দেখুন
দেখুন কথাবলার ডাইস,
ভাড়া যদি জমিয়ে রাখো
করে দিবে সাইজ।


সরকারী ত্রাণ মিথ্যে নয়
কাগজ কলমেও আছে,
দিচ্ছে কখন নিচ্ছে কারা
যাবেন কার কাছে?


লিষ্টি ঝুলে বাঁদুড় ঝোলা
পাঁতি থেকে ছাতি,
পাঁতির ক্ষুধাই মিটানো দায়
ছাতির ক্ষুধা হাতি।


ত্রাণের তরল করছে শোষণ
সেবক নামের ফোম,
সাংবাদিক সব ক্লান্ত কাজে
দিচ্ছে তাই ঘুম।


করোনা ভয়ে ক্ষুধা সয়ে
থাকবে কত ঘরে,
ক্ষুধার জ্বালায় ভয় পালালে
লক ডাউনটা পরে।