মনুষ্যত্ব ভালোবাসা এত সহজ নয়
মনুষ্যত্ব ভালোবেসে লোভ কর ক্ষয়।।
পার্থিবতা মুল্যহীন মানব জনম বৃথা
বেঁচে রবে পশু তুল্য পশুর হবে মিতা।।
মানব জনম একবার আসে সত্য পথে চলো
সঠিক কাজটি করে যেও সবাইকে তা বলো।।
ধনী গরিব ছোট বড় একজনেরই সৃষ্টি
সকল প্রাণ আপন হবে রাখিলে এক দৃষ্টি।।
এক আকাশ এক বাতাস ভুলে কেন যাও
সম চাঁদ সম পানি সম আলো পাও।।
ভাষা গত তফাৎ যত কান্না হাসির নাই
স্রষ্টার দান সকল সমান তফাৎ কোথা পাই।।
অন্তর চোখে দুনিয়া দেখে পাড়ি দাও পথ
স্রষ্টা বিনে সাধ্য নাই সৃষ্টি করে মত।।
মতে মতে অমিল হলে বন্ধু ভাবটা রাখো
তোমার মতে তুমি চলে আপন স্রষ্টা ডাকো।।
বিশ্বাস করো স্রষ্টা দিলেন পথ জনে জনে
যাহার মতে সে চলিবে বিভেদ নাহি মনে।।
সাদা কালো লম্বা বেঁটে সব তাহাঁর সৃষ্টি
কে ঘৃণ্য কে আদুরে দিও না সেদিক দৃষ্টি।।
তাঁহার জগৎ যেমন খুশি আনন্দ যদি পান
আমরা কেবা করবো ঘৃণা তাঁহার অবদান।।
স্রষ্টার নির্দেশ মানতে হবে ভালোবাসে সব
মানুষ প্রাণী পাহাড় নদী পাখির কলরব।।
তবেই তিঁনি খুশি হবেন স্নেহ করবেন দান
মানবতার নিলে শিক্ষা পাবো স্বর্গের ঘ্রাণ।।
স্বর্গ ঘ্রাণ প্রাণে ভরে অহংকারী হই
মনে রেখো পশু হলাম মানুষ কিন্তু নই।।
শত বর্ষের মুজিব আজি মনে বাঁধোক বাসা
পূর্ণ হোক আমার তোমার মানুষ হওয়ার আশা।