দু’হাত ভরে করছি কামাই
কত আমার গুণ
হাসি মুখে করছি আমি
মানবতা খুন।


লম্পট হ্ওয়ার সুযোগ কিন্তু
পরিবার থেকেই আসে
যোগ্যতার চেয়ে সবাই বেশী
সম্পদ ভালোবাসে।


নিজে যখন আয়নায় দেখি
নিজের প্রতিবিম্ব
চোরা ছ্যাচড়া ভাবি কেবল
তবু কত দম্ভ।


আসলে আমি ছাই কেবল
ময়লার একটা স্তুপ
সম্পদের গরম নেই শরম
সমাজও থাকে চুপ।


এত সুন্দর মিথ্যা বলি
কলি যুগের কৃষ্ণা
ভাব দেখিলে মিটে যাবে
সবার সকল তৃষ্ণা।


আয়ের উৎস প্রায় খেয়েছে
বিবেক বুদ্ধি মন
চরিত্র খানা খেলো বাকি
নইতো মানুষ মহাজন।


দেখছো আমায় যেমন তোমরা
আমি তেমন নই
নানান সময় নানান কাজে
একেক সাজে রই।


প্রার্থনা আমি করতে হলে
সচ্ছ অন্তর চাই
অন্তর আমার বহু আগেই
বেসাত হয়েছে ভাই।


চোখে ভাসে কুকীর্তি আমার
ভাসে ক্ষণে ক্ষণে
প্রার্থনার মুখ নেইতো আমার
সুখ নেই মনে।।