26 এপ্রিল 2020


নুন আনতে পান্তা ফুরায় শব্দে ঢালো ঘি
কবির কামাই জানতে চাই লেখায় লাভ কি?


উত্তম চিন্তা বাদ দিয়ে বস্তু চিন্তা কর
ভোগ বিলাসে কাটবে জীবন হবে তুমি বড়।


জাতির বিবেক রাখছো খাড়া কবি হয়ে তাই
সেই খেয়াল রাখেনা কেউ সেই মন নাই।


কবির শান্তি দেখিয়া কেবল মুখে মানুষের হাসি
অন্তর কাঁদে নিরবে তবু বলে জগৎ ভালোবাসী।


সম্মান সম্মাননা নিয়ে ভাবে না তো কেউ
সবাই দেখে অর্থ সম্পদ নাহয় কবি ফেউ।


কবিকে জানি চিনতে গিয়ে করো তোমরা ভুল
অন্তরে যাঁদের ঘৃণার আলো চোখে পরেনা ফুল।


কবিতার আছে নিজস্ব প্রাণ আছে দেশের মায়া
কবি সভ্যতার অভিভাবক যেমন বট বৃক্ষের ছায়া।


কবিতা পারে শান্তি দিতে অসহায় ক্লান্ত প্রানে
কবি পারে বদলে দিতে সুরে সুরে গানে।


কবিতা পারে জাগিয়ে দিতে বিশ্ব মানুষের মানবতা
কবি পারে রুখে দিতে অন্যায় অবিচার হিংস্রতা।


কবিতা চায় পৃথিবী হোক স্বর্গ সুখে ভালোবাসাময়
কবি চায় মানুষে করুক মানুষের হৃদয় জয়।


যুদ্ধ করে বাঁচেন কবি থাকেন তিনি টিকে
জীবনের সকল কষ্ট ভুলেন নতুন শব্দ লিখে।


কবির শান্তি কলম খাতায় চীর সবুজ প্রাণ
আপন পরের বাঁকা সুরে যেন পাখির কলতান।


বস্তু জ্ঞানে বিচার করা যাঁদের হলো স্বভাব
তাঁরা থাকে চির ক্ষুধায় মিটেনা কভু অভাব।