11 জুন 2020; 17:54


অণু তাদের বলে দিও
মাদক কলঙ্কের মতো
কেড়ে নিয়ে আশার প্রদীপ
উপহার দিবে ক্ষত।


হেলায় জীবন নেশার ঘোরে
অজান্তে যাবে হেরে
সাময়ীক উন্মাদনায় মত্ত হলে
ভাগ্যটা যাবে ছেড়ে।


ঠাট্টার ছলে মাদকের যাতাকলে
তুমি মাদকের বাড়ী
এককা দুককা করে দিন
আয়ুও যাবে ছাড়ি।


সমাজে আঁকিয়ে ঘৃণার সীমানা
বৃথা যৌবন আশা
সভ্যতার দৃষ্টিতে আঁধার মেশালে
গ্রাস করিবে হতাশা।


মাদকের নেই ক্ষমতা কোন
আনিতে সভ্যতায় জয়
মাদক পারে কেবলি যৌবন
তামাসায় করিতে ক্ষয়।


মাদকের প্রেমে পড়িয়াছে যারা
হৃদয় তাদের শূণ্য
ব্যর্থতাকে নিজের ভবিষ্যৎ ভেবে
অজান্তে হয়েছে বন্য।


বরং ভালোবাসা ভিক্ষা মাগো
হৃদয়ে স্বপ্ন পুষে
যেওনা ঘৃণায় অপমান অভিমানে
নেশার কলঙ্ক দোষে।
সুস্থ থাকাই সুখের বাঁচা
স্বাধীন চিন্তা করে
জ্ঞানে দুঃখ কবর দিয়ে
বাঁচো প্রাণ ভরে।


মানব জীবন বড়ই মধুর
জ্ঞানেই মানুষ পূর্ণ
যদি অজ্ঞানতা প্রশ্রয় দাও
ভবিষ্যৎ হবে চূর্ণ।


মানুষের জীবনে ব্যর্থতা নেই
কেবল অভিজ্ঞতা হবে
আজ কাল পাওনি যাহা
আগামী দিনে পাবে।


প্রেম পার্থিবতা ঈশ্বরের দান
চেষ্টা করো শুধু
বিন্দু করে মৌমাছির দল
সঞ্চিয়েছে কত মধু।


জগতের ভালোবাসা পাওনি বলে
প্রেম নেই তোমার
এমন ভাবনা বোকার কেবল
ঘোর মহা-অজ্ঞানতার।


ভালোবাসায় রেখে প্রসারিত হাত
জাগিয়ে বিবেক বোধ
সভ্যতায় ছড়িয়ে মানবতার ঘ্রাণ
নিবে অনিয়মের প্রতিশোধ।