রক্তস্রেতে লুকানো বজ্রপাত
জ্বলজ্বলে প্রাণে জীবনের অনুভব
অন্তরের অন্তস্থলে উঁকি দেয়া
চাটুকার অনুভুতি।


আনন্দে ভিজে যাওয়া
সমস্যা গলে যাওয়া আত্মার
অনন্য কৌতুহলী আলোক রশ্মি
মখমলে মেজাজ।


জীবনের ব্যাথা এবং আনন্দে
শুকিয়ে যাওয়া অশ্রু জলে
মুগ্ধকর অমৃত হাসি
ব্যাথা ধোয়া রোদ।


আত্মায় পরিস্কার আকাশ
দেবদূতের সৌন্দর্যে কামনা
চোখে পুষ্পধারী রংধনু
অদেখা অচিন স্বপ্ন।


এক অবিনশ্বর সংগীত
মিষ্টিময়তায় আত্মার গান
যে স্বরলিপি অন্তরে বাজে
অবিরাম অফুরান।


মধুময় ঐশ্বরীক তরঙ্গ
হৃদয়ের উষ্ণ চঞ্চল ঢেউ
যাকে প্রেম বলি অণু
তোমার আমার।