17 ডিসেম্বর 2020:12:11
.
ইচ্ছে করে সত্যটাকে বদলে দিয়ে
চোখ আরশি বানিয়ে বলি
দাড়াও অণু, জড়তা ঝেড়ে ফেলে
আপন মনে সেজে নাও।
.
খামখেয়ালী চোখের বৃষ্টিতে
আমাকে ভিজিও না আর
আমার বোবা মনের শুকনো কান্নায়
মুক্তো দানার মতো শরতের শিশির জমাও।
.
বিকেলের মায়াবতী তীর্যক রোদে
এই নির্ভরশীল হাতে হাত রাখো
চলো হাঁটি জীবনের অজানা পথ
সূর্যাস্ত পর্যন্ত সপেদিই ভালোবাসা বিশ্বাস।
.
সূর্যাস্তে একসাথে ফিরে যাবো কৈলাসে
তোমার অতীত মন্থনের সমস্ত কষ্ট কল্পনা
আমার উষ্ণ আত্মায় ঢেলে
শুষে নিবো প্রাচীন জরাগ্রস্ত দীর্ঘশ্বাস।
.
বাণভাসি ইচ্ছে গুলো কুড়িয়ে নিয়ে
স্বর্গের দেয়ালে স্বাধীনচেতা রংতুলিতে আঁকবো
মানবতাময় প্রেমের অকৃত্রিম ছবি
তুমি স্বর্গ রাজ্যের রাণী হবে, আমার প্রেয়সী।