এতটাই অক্ষমতা ছিলো আমার
হৃদয়ের নয়;
জীবনের।
অণু অন্ধের সাদাছড়ি
জাগ্রত ভূবনের জেগে থাকা একটি প্রাণ
অনন্ত পরীক্ষায় সদা উর্ত্তিণ;
মনুষ্য মানবতায়।
দূর থেকে পাশে আছে; আমার
সাহস যোগায়
পথ চলি জীবনের
জীবিকার তাগিদে ঘুর্ণিঝড়ে ঘুরে
ক’দিন আগেও নির্বিকার ছিলাম
প্রিয় পথে অপ্রিয় অদৃশ্য বাধা
অণু সাহস দিয়েছে;ঠিক
সাহস নয় প্রেরণা।
যদিও লক্ষ্য কতদুর জানিনা এখনও
তবু ভালোবাসে অণু
সুর্য় সভ্যতা আর পৃথিবীর আলোকিত চারপাশ।
শিখিয়ে দেয় মানবীয় চলার পথ
যে পথ সত্য সমর্থিত মানবের।
শত যন্ত্রনার মাঝে পথচলার পথে
জৈবিক আকর্ষণ নয়; বরং
জীবিত জীবনের প্রেম আর ভালোবাসায়
জীবন আর জীবিকার
ন্যায় আর সাধনা
ত্যাগ আর মানবতা
ধৈ্র্য্য আর উদারতা
ক্ষমা আর স্নেহের সাথে পাশে থাকে অণু;
এভাবেই পাশে থেকো সাদাছড়ি।।