19 জুলাই 2020; 02:54
/
প্রকাশ্যে হারিয়ে যাওয়ার দিনটি ছিলো ভালোবাসায় ভরপুর
আলোকিত প্রাণের আকুলতায় অণুর হাতে হাত রেখে,
অজান্তেই প্রতিজ্ঞারত মন আনমনে বলেছিলো-
ভালোবাসি; অবিকল আমরা আগামী অনন্তকাল।


হাতে হাত রেখে স্বর্গের সুর শুনেছিলাম বুকের পাটাতনে
নিউরণের কোষে খুলেছিলো প্রেমের অ্যালবাম-
আত্মার যৌতুক অণু’র প্রেমে ঘুরেছিলো সময়ের চাকা,
এবং পেতে চাই ভাবনা, এতটা আনন্দ আগে দেখিনি।


অণু’র স্পর্শ ঝলকানি দিয়ে অনুভবে আগুন জ্বালিয়ে
ফুলের রেণুর মতো কোমল আহ্লাদ জমেছিলো বুকে,
আগবেগের শব্দহীণ লিরিক্স নিয়ে বকবক করা স্বপ্ন-
উড়ে যেতে চেয়েছিলো হৃদয় এককরা কোন দূরদেশে।


এভাবেই হাঁটছিলাম যৌবনদীপ্ত পৃথিবীর পথে;
সময় বুড়ো হলেও চেয়েছিলাম ঝড়ের ঝড়ো হাওয়া,
আর; ভর বর্ষায় শ্রাবণের রোদে ভেজা বৃষ্টিতে-
নবীন জলের নবীন পদ্মপাতায় শামুকের চুমু।