5 ডিসেম্বর 2020;  00:20
.
কিছু কিছু কথা আজও
বুকের ভেতর তুলে ঘুর্ণিঝড়
নাড়িভুড়ি ছিঁড়ে বেরিয়ে আসতে চায়
প্রচন্ড হৃদকম্পনে রক্তের স্রোত বেড়ে গেলে
স্নায়ুকোষের বিচিত্র চিন্তন
থেমে যায় কন্ঠনালী।
অণু তোমাকে আজও বলা হয়ে উঠেনি
তোমার বার্ধক্যটুকু ভালোবাসি
তোমাকে ভালোবাসি বলেই
পাকা চুল কপালের ভাঁজ
ঝুলে যাওয়া মাংশপেশী খসগসে ত্বক; আর
প্রবাহিত রক্তের শিরা উশশিরা গুলো-
জমিনের আইল হয়ে উঠলেও
তোমার সান্নিধ্য চাই অণু।
চাই একান্ত ভালোবাসা; সঙ্গ
উদিত রবির মতো উষ্ণ সঙ্গম চাই না
চাই না ফাগুনের মতো আগুন রাঙা যৌবন
পরন্ত বিকেলের মতো
উষ্ণতাহীন বার্ধক্য টুকু দিও।
তুমি শুধু স্বার্থপর যৌবনের সঙ্গী নও
আমার সন্ধ্যা প্রদীপ
কল্পনার আধার, বিরামহীন প্রেম
সভ্যতা তোমাকে শুষে নিলেও
নিরস বার্ধক্য টুকু চাই
সেখানেই আমার সরস মোহহীন প্রেম।