সবই দিলে শূণ্য করে
পূর্ণ কি আর হই
ঋণী আমি; ব্যাধিগ্রস্ত
বিকারগ্রস্ত নই ?


দিতে চেয়ে নিয়ে নিলাম
পূর্ণতা দূর আশা
কাড়াকাড়ি কেড়ে নিয়ে
কেড়েছি হতাশা।


ভালোবাসায় লোভ এসে
করেছিলো বশ
স্বার্থ জলে সাঁতার কেটে
স্বপনের ধস।


বুঝবো বলে বুঝিনি কিছুই
হৃদয়ের চাষ
সবই নিলাম শূণ্য করে
নিলাম সর্বনাশ।


নেওয়ার সাধ ব্যাধি তুল্য
দেওয়ার সাধ মুক্তি
বুঝেছি আজ অস্ত বেলায়
হারিয়ে সকল যুক্তি।


পাওয়া মানেই লাভ নয়
দানেই পরম সুখ
মোহের ঘোরে কাটলো বেলা
অর্জিত অসুখ।


সবই দিলে শূণ্য করে
কৃপণতা হীন
ঋনের ভারে নু্হ্য আজি
বিকারগ্রস্ত; দ্বীন।


স্বর্গ সুখের স্পর্শে থেকে
করেছি কত ভুল
ডগায় যেন ঢেলেছি জল
কেটে দিয়ে মূল।


শান্তির আশায় ভ্রান্ত পথে
করেছি দিন গত
প্রাপ্য তুমি মিটাতে দিও
ঋণ করেছি যতো।


অণু অণূ ভালোবাসায় প্রাণ
হৃদয় ভরে আজ
প্রাপ্য তোময় মিটিয়ে দিতে
নাহি কোন লাজ।


ক্ষমা করো যদি পারো
নিজ গুণে তুমি
দিতে চাহি অন্তর মম
তব পদ চুমি।


সাথে থেকে সাথী হয়ে
করো আমায় ধন্য
বুঝেছি আজ বন্য আমি
শূণ্য মহাশূণ্য।।