এখানেও - থর'এর লু বইছে,
মাঠের পর মাঠ খাঁ-খাঁ করছে,
উত্তপ্ত দুপুর, কেউ  নেই রাস্তায় -
রূপ পাল্টায় কয়েক মুহূর্তের পর,
ধুলা'র আক্রমণ, হঠাৎ প্রচন্ড ঝড়।

শীতল বারিশ মিশে কিছু বরফের টফি,
একাকার - রবি, নজরুল, কিশোর-রফি,
সব গড়াগড়ি! কালবৈশাখী এলো বাংলায় -
কাঁচাপাকা'র মারামারি, আম-জামের ছড়াছড়ি,
প্রকৃতি ধ্বংসের লীলাখেলায় সৃষ্টিকর্তার লুকোচুরি।


বাহ্ প্রকৃতি তোমার তুলনা নেই।
তোমার তুলনা তুমিই !