গরমের এক ঘাম দুপুরে,
ভোলা ডাকে আয় বাইরে।
প্রধানের গাছে অনেক আম,
পাড়লে হবে ভোম্বলের নাম।


কিভাবে পেলো সে জানতে,
গিয়েছিল, পাড়া আম আনতে।
ঘা দুয়েক দিলাম কষে,
গাছের নিচে পড়লো বসে।


আজ আমাদের মনে ফুর্তি,
পকেট ছিল আমে ভর্তি।
ভোলার আমার দারুন কীর্তি,
শুনবোনা আর কারুর আর্তি।


আমগুলো ছিল কাঁচা পাকা,
টকগুলো ছিল পাশে রাখা।
শুনলাম ভোম্বলের দাদার গর্জন,
ছুট লাগলাম তিন যোজন।


কাঁচা আম আর সর্ষেলঙ্কা,
আচার খুইয়ে এলো শঙ্কা।
সেসব গেলো দাদার পকেটে,
গেলাম দৌড়ে ভয়ে মার্কেটে।


সেখানে দেখি বাঁটুল দাঁড়িয়ে,
পাকা আমগুলো নিলো ছিনিয়ে,
মনের দুঃখে ফিরলাম ঘরে,
আমস্বপ্নে ভুগলাম তিনদিন জ্বরে।